Friday, October 16, 2015

রাষ্ট্র বিজ্ঞান সম্পর্কে কিছু মৌলিক প্রশ্ন এবং উত্তর

রাষ্ট বিজ্ঞানের কিছু মৌলিক প্রশ্ন যা আমাদের সবার জানা একান্ত প্রয়োজন। বিশেষ করে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তাদের এটা জানার বিকল্প কিছু নেই। সাধারনত MCQ প্রশ্নের উত্তর দিতে হলে এগুলো জানা প্রয়োজন। পাশাপাশি কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও এর ভেতরে খুজে পাওয়া যাবে।



01। রাষ্ট্র্ বিজ্ঞানের জনক কে? 
উত্তর : এরিস্টটল
2। রাষ্টের সবচেয়ে গুরুত্বপুর্ণ উপাদান কোনটি?
উত্তর: সার্বভৌমত্ব
3। কোন সম্মেলনের মাধ্যমে মার্কিন সংবিধান গৃহীত হয়?
উত্তর: ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে মার্কিন সংবিধান গৃহীত হয়।
4। সার্বভৌমত্ব বলতে কি বুঝ?
উত্তর: সার্বভৌমত্ব বলতে রাষ্টের নিরঙ্কুশ, সর্বশ্রেষ্ঠ এবং অবাধ ক্ষমতা কে বুঝায়।
5। কাকে মর্কিন সংবিধানের অভিভাবক বরা হয়?
উত্তর: জর্জ ওয়াশিংটনকে মার্কিন সংবিধানের অভিভাবক বলা হয়।
6। মার্কিন যুক্তরাট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তর: 1776 সালে।
7। ফিলাডেলফিয়ার কত জন প্রতিনিধি সংবিধানে স্বাক্ষর করেন?
উত্তর: 39 জন।
8। সার্বভৌমত্বের বিকাশ কিভাবে সাধিত হয়?
উত্তর: ধীরে ধীরে সার্বভৌমত্বের বিকশ সাধিত হয়।
9। মধ্যযুগে সার্বভৌমত্বের ধারণা কি রূপ ছিল?
উত্তর: মধ্যযুগে সার্বভৌমত্ব গির্জার পোপের হাতে নিয়জিত ছিল।
10। সার্বভৌমত্বের একত্ববাদী মতবাদের মূর কথা কি?
উত্তর: সকল ক্ষমতার উৎস হলো রাষ্ট্র এবং রাষ্ট্রের অভ্যান্তরে সকল ব্যক্তি, সংঘ্ ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্র কর্তৃত্ব করার অধিকার রাখে।

No comments:

Post a Comment